মোঃ মফিজুল ইসলাম, হিলি প্রতিনিধি ॥ দিনাজপুরের হিলিতে ৩০০ শত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠের শুভ সংঘ।
সোমবার দুপুরে হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে কালের কণ্ঠ পত্রিকার হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, কালের কন্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, হাকিমপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রাজীব, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহারব হোসেন প্রতাব মল্লিক, জেলা শুভ সংঘের সভাপতি রাসেল ও হাকিমপুর শুভ সংঘের সাধারণ সম্পাদক নাসিম প্রমূখ।