দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২০০৬ সালের এস.এস.সি ব্যাচ এর হাস্যজ্জল প্রানবন্ত মুখ ʻʻখাদিজা তুজ কুবরা (ভিভা)’’ দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত । সকলের দোয়া ও সহোযোগিতা কামনা করে নিয়মিত কাজ করে পাশে আছেন ২০০৬ সালের এস.এস.সি ব্যাচ এর সকলেই।
বর্তমানে তিনি ঢাকার আহসানিয়া ক্যান্সার হাসপাতালে ভর্তি রয়েছেন, তাকে সর্বমোট ৮/৯ টা ক্যামো দিতে হবে, যা খুবই ব্যায় বহুল। বর্তমানে তার শারিরীক এবং মানসিক অবস্থা খুবই খারাপ পর্যায়ে। আমরা কি একটু সাহায্যর হাত বাড়াতে পারি না হাস্যজ্জল প্রানবন্ত মুখ ভিভার জন্য? সকলের দোআ ও সার্বিক সহোযোগিতা কামনা করছি। তার ফুটফুটে একটি ছোট ছেলে আছে, অত্যন্ত তার ফুটফুটে ছেলের জন্য?
ভিভাকে ভালো ও সুস্থ্য অবস্থায় দেখার জন্য একটু সাহায্য করতে চান, তাদের জন্য নিচে বিকাশ নম্বর দেয়া হল। ( যে যা পারেন, নিঃসংকোচে পাঠাতে পারেন। হয়তো সবারই ছোট ছোট সহোযোগিতায় তার অনেক বড় উপকার হবে ইন শা আল্লাহ।)
বিকাশ নম্বরঃ 01751180476, 01745368673, 01701490047