কক্সবাজার প্রতিনিধি ॥ ১২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে কুতুপালং শরণার্থী আনসার ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শন করেন পটিয়া চট্টগ্রাম এর ১৫ আনসার ব্যাটালিয়ন পরিচালক আব্দুল মজিদ। এসময় উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার সাদাত হোসেন, কুতুপালং ক্যাম্পের সিআইসি’র প্রতিনিধি ও ১৫ ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।
শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে ১৫ আনসার ব্যাটালিয়ন সদস্যদের উদ্দেশ্যে ১৫ আনসার ব্যাটালিয়ন পরিচালক আব্দুল মজিদ বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন, শরণার্থী ক্যাম্পের সকল রোহিঙ্গাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনার কাজ অব্যাহত রাখতে হবে, যতদিন পর্যন্ত এই কোভিড-১৯ নামক ভাইরাসটি নির্মূল না হয়। এজন্য আমাদের সরকারের দেয়া সকল নির্দেশনার পাশাপাশি নিজের নৈতিকতার আলোকে এবং এই কোভিড-১৯ প্রতিরোধের জন্য শরণার্থীদের মাঝে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে, তাই রোহিঙ্গাদের মাঝে কোভিড-১৯ প্রতিরোধে গণসচেতনতামূলক পরামর্শ উপস্থাপন করে তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
আসুন আমরা আমাদের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত মানবিক দায়িত্ব হিসেবে এই সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখি। আমি আপনাদের প্রতি আশাবাদী আমাদের আনসার সদস্যবৃন্দ এই ধরনের কার্যক্রম সর্বদাই পরিচালনা করে আসবে।