মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর প্রতিনিধিঃ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চিরিরবন্দর উপজেলার আব্দুর রহিম মিন্টু নামে কুয়েত প্রবাসীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি গতকাল ১২ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় দিনাজপুর-চিরিরবন্দর আঞ্চলিক মহাসড়কের কিষাণ বাজার নামক স্থানে ঘটেছে। নিহত আব্দুর রহিম মিন্টু (৪৮) চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের বাংলাবাজার হাজীপাড়া এলাকার মৃত মান্নান হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, আব্দুর রহিম মিন্টু তার মোটর সাইকেল যোগে বিশেষ কাজে দিনাজপুর সদরে যাওয়ায় পথে বিপরীত দিক থেকে আসা রড বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘাতক ট্রাকসহ চালক পলাতক রয়েছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, নিহত যুবকের বাড়ি চিরিরবন্দর কিন্তু ঘটনাটি সদর উপজেলা এলাকায় ঘটেছে। নিহতের বাড়িতে সংবাদ দেয়াসহ যাবতীয় কার্যক্রমে চিরিরবন্দর থানা পুলিশ সহযোগিতা করছে। নিহত আব্দুর রহিম মিন্টু করোনা ভাইরাসের কারনে ৯ মাস আগে কুয়েত থেকে বাড়িতে আসেন।