মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১২ সেপ্টেম্বর রোববার দিনাজপুর বাঁশের হাট ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচীর আওতায় ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইনসেপশন মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম।
উক্ত ইনসেপশন মিটিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জাহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম।
ইনসেপশন মিটিং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য নারীর ক্ষমতায়নের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা উত্থাপন করেন। তিনি বলেন, নারীরা কোন অংশে পিছিয়ে নেই, নারীদের ক্ষমতায়নে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে হবে, নারীরা মূলধারায় আসতে পারছে না তার মূল কারন হচ্ছে সোশ্যাল একটিভিটিস, তাদের এই বাধা-বিপত্তির পথ থেকে বের করে আনতে সহযোগিতা করে আসছে ব্র্যাক সহ বিভিন্ন এনজিও। স্বাধীনতার পর থেকে অদ্যবধি নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে এই ব্র্যাক সহ অন্যান্য সকল এনজিও। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য কে বাস্তবায়িত করতে হলে নারীদের সাথে নিয়ে সকল কাজে অগ্রসর হতে হবে, তবেই মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন এবং এসডিজি বাস্তবায়ন হবে। এজন্য আমাদের সর্বপ্রথম সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে জেন্ডার বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।
আসুন আমরা সামাজিক ভাবে জেন্ডার বৈষম্য দূর করে নারী-পুরুষের ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে সকল কার্যক্রম বাস্তবায়ন করে দেশের সকল উন্নয়ন কার্যক্রম সফল করতে সরকারকে সহযোগিতা করি। দিনব্যাপী উক্ত ইনসেপশন মিটিংয়ে অংশগ্রহণ করেন ব্র্যাক এর জেলা পর্যায়ে সকল কর্মসূচি ব্যবস্থাপকগণ।