নুর ইসলাম ॥ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৪ দফা দাবী আদায়ে এক ঘন্টা অতিরিক্ত কাজ কর্মসূচী পালন করলেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ডিপ্লোমা প্রকৌশলীগণ ১২ সেপ্টেম্বর ২০২১ রোববার বিকেল ৫ টা হতে ৬ টা পর্যন্ত একঘন্টা অতিরিক্ত কাজ করার কর্মসূচী পালন করেন। সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা উক্ত একঘন্টা অতিরিক্ত কর্মসূচী পালন করে।
দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ), দিনাজপুর পৌরসভা, গণপুর্ত অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, পুর্নভবা পলিটেকনিক ইনস্টিটিউট সহ অন্যান্য সকল সরকারী-সেরকারী দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীরা এ কর্মসূচী পালন করে।
সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মোঃ মাসুদ রানা এ বিষয়ে বলেন, আমাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী অনুযায়ী দিনাজপুরের বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরে ডিপ্লোমা প্রকৌশলীরা এক ঘন্টা অতিরিক্ত কাজ করে আমাদের ন্যায্য দাবী পূরনে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।