মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ জিয়া হার্ট ফাউন্ডেশন-এর ২০২১-২২ ও ২০২৩-২৪ ইং তিন বছর মেয়াদী কার্যকরী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১০ অক্টোবর রবিবার সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৮ জন নির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ঘোষনা করেছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আশফাক আহমেদ।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিয়া হার্ট ফাউন্ডেশন এর কার্যকরী পরিষদে তিন বছর মেয়াদের নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন সভাপতি ড. হাসনাইন আক্তার হক, সহ-সভাপতি ত্বাসীন আক্তার হক (ডেল), অধ্যাপক ডাঃ এ.এইচ.এম শফিকুর রহমান তরুণ, সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ন সম্পাদক মোঃ আবু তাহের আবু, মোঃ শাহেদ রিয়াজ (পিম), কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জমান বাবু, আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, ডাঃ মোঃ গোলাম গাউস মন্টু, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, মোঃ আবেদুর রহমান বিরাজ, মোঃ আখতারুজ্জামান মিয়া, মোঃ খালেকুজ্জামান নান্নু, মিসেস রোজিনা ইসলাম, মিসেস নাজমা মসির ও মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
উল্লেখ্য যে জিয়া হার্ট ফাউন্ডেশন-এর তিন বছর মেয়াদী কার্যকরী পরিষদের নির্বাচনের পুন:তফশীল গত ৪ অক্টোবর ২০২১ইং ঘোষণা করা হয়, ৫ অক্টোবর মঙ্গলবার মনোয়নপত্র সংগ্রহ এবং ১০ অক্টোবর রোববার চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। ১৬ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় এবং উক্ত নির্বাচনে অন্য কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় ১০ অক্টোবর ২০২১ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রার্থীর তালিকা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেন।