করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ধৈয্য ধরার আহবান জানিয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সাধারন সম্পাদক মনিরুজ্জামান জুয়েল বলেছেন, মহামারী করোনার প্রভাবে সারা বিশ্ব সংকটময় সময় অতিক্রম করছে। এই সংকটকালীন পরিস্থিতি আমাদের ইতিবাচক মনোভাব, সচেতনতা ও ধৈয্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। এই মহামারী থেকে রক্ষা পেতে অবশ্যই প্রত্যেককে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পড়তে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার করোনা ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সমাজের ধনি ও বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন, মানবিক এই বিপর্যয়ে আপনারাও মানুষের পাশে দাঁড়ান। করোনা মহামারীতে মানুষের প্রতি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন।
১৩ জুলাই মঙ্গলবার দিনাজপুর শহরের গনেশতলা সঙ্গীত কলেজের গলি দিনাজপুর সার্জিক্যালের পাশে বঙ্গবন্ধু শিশু মেলার উদ্যোগে অসহায়, দরিদ্র ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুয়েল এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নোভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর যুবলীগের সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রেম চাঁদ গুপ্ত, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সদস্য আবুল কালাম আজাদ, আতিক, রাফিত, শামীম, চৈতি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষ।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশসহ সারাবিশ্বে মানুষের করোনামুক্ত, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইমাম মোঃ আনোয়ারুল ইসলাম।