মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ বাংলাদেশ বিমান এর যাত্রীদের সেবার মান আরো গুণগত ভাবে বাড়ানোর লক্ষ্যে দিনাজপুর থেকে সৈয়দপুর বাংলাদেশ বিমানের একটি শীতাতাপ নিয়ন্ত্রিত বাস যাত্রীদের ফ্রী সেবাদানের লক্ষ্যে যাতায়াত করছে।
শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িটি অদ্য ১৩ সেপ্টেম্বর দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ বিমান অফিসের সামনে থেকে প্রথম একজন যাত্রী নিয়ে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিকেল ৬ টায় । বাংলাদেশ বিমানের যাত্রীদের নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত এই গাড়িটি প্রতিদিন দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখীন বিমান অফিসের সামনে থেকে সকাল সাতটা দুপুর ১২ টা এবং বিকেল ছয়টায় সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
উল্লেখ্য যে বাংলাদেশ বিমান যে সকল দিনে যাতায়াত করবে শুধুমাত্র উক্ত দিনগুলোতেই বাংলাদেশ বিমানের যাত্রীদের নিয়ে গাড়ি চলাচল করবে।