দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর-২০২১ সোমবার বিকেলে আইনজীবী সমিতির নতুন ভবনের নীচতলায় জেলা আইনজীবী সমিতির সাধারন সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মোঃ একরামুল আমিন।
সাধারন সভায় প্রতিবেদন পাঠ করেন আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ তহিদুল হক সরকার। অডিট রিপোর্ট পেশ করেন অডিটর এ্যাডঃ শ্রী সুভাষ চন্দ্র রায়, যুগ্ম অডিটর এ্যাডঃ মোঃ আব্দুল জব্বার-৩। নতুন ভবনের পুনঃ তদন্ত রিপোর্ট পেশ করেন তদন্ত কমিটির আহবায়ক এ্যাডঃ মোঃ ইউসুফ আলী-১। তাকে সহায়তা করেন সদস্য এ্যাডঃ খালেকুজ্জামান চৌধুরী ও এ্যাডঃ মোঃ মোসলেম উদ্দিন সরকার।
আলোচনায় অংশ নেন এ্যাডঃ লিয়াকত আলী, এ্যাডঃ এবিএম শফিকুর রহমান, এ্যাডঃ নুরুজ্জামান জাহানী, এ্যাডঃ গোলাম ফারুক মিনহাজুল হাসান, এ্যাডঃ দেলোয়ার হোসেন-১, এ্যাডঃ লতিফুর রহমান, এ্যাডঃ আ.ন.ম হাবিবুল্লাহ, এ্যাডঃ ইয়ামিন আহম্মেদ, এ্যাডঃ মেহেরুল ইসলাম, এ্যাডঃ হাসনে ইমাম নয়ন প্রমুখ।