দিনাজপুর উপশহর ৯ নং ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
১৪ জুন মঙ্গলবার সকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর ফরিদপুর অগ্রণী সংঘে ৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ৯ নং ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবু তৈয়ব আলী দুলাল। । এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল,স্বাস্থ্য সহকারি দিনাজপুর ৯ নং ওয়ার্ডের সুপারভাইজার মোঃ জাহিদুল হক, স্বেচ্ছাসেবী কর্মী মানিক, নাজমীন,ইফাত প্রমুখ।
উল্লেখ্য ৫ ই জুন থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) কর্মসূচী শুরু হয়েছে। দিনাজপুর পৌরসভার ১২০টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হচ্ছে। করোনাভাইরাসের কারণে এবারে একদিনের পরিবর্তে ৫ জুুন থেকে ১৯ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সারাদেশের ন্যায় দিনাজপুর পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কর্মসূচী পালিত হচ্ছে। ৫-১৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
দিনাজপুর পৌরসভার ১২টি ওযার্ডে এবারে প্রায় ১৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী প্রায় ৩ হাজার ও ১২-৫৯ মাস বয়সী প্রায় ১৬ হাজার শিশু রয়েছে। ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচী সফল করতে পৌর এলাকার ১২০টি কেন্দ্রে ৩৬০ জন স্বেচ্ছাসেবক কর্মী কাজ করবেন। স্বেচ্ছাসেবকদের তদারকি করবেন ১২টি ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।