মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ ১৪জুন’২০২২ মঙ্গলবার নভারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
“বিজ্ঞান ও প্রযুক্তি আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪জুন মঙ্গলবার বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মর্তূজা আল-মুঈদ।
উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মালতী মেরী কস্তা সিআইসি-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুইহারী ধর্মপল্লী ও মিশন এর ভারপ্রাপ্ত পাল পুরোহিত রেভা. ফাদার আলবার্ট সরেন। অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক সবুজ দাস ও কৌশলা রোজারিও এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান মেলার আহবায়ক সহকারি শিক্ষক হীরা লাল রায়, বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিলিপ সেন, করবী মুর্মু, সনেতা লাকড়া প্রমূখ।
উল্লেখ্য যে, অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে ২টি গ্রুপে ১৪০জন শিক্ষার্থীর সমন্বয়ে ৭০টি প্রজেক্ট প্রদর্শণ করেছে অংশগ্রহণকারি শিক্ষার্থীরা।