মোঃ নুর ইসলাম ॥ দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ আসলাম বলেছেন, আমি সেতাবগঞ্জ পৌরসভার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজ মেয়রের দায়িত্ব গ্রহণ করেছি।
আগামী ৫ বছর আমি সেতাবগঞ্জ পৌরসভার সকল নাগরিককে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির দিকনির্দেশনায় উন্নয়নমূলক কাজ ও আমি পৌরবাসীকে নিয়ে করতে চাই। তিনি, দল মত নির্বিশেষে পৌরসভার উন্নয়নের স্বার্থে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এছাড়াও তিনি করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে পৌরসভার সকল নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পড়ে চলাচল করার আহবান জানান। ১৪ জুলাই বুধবার দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার মেয়রের অফিসকক্ষে সেতাবগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ আসলামকে বোচাগঞ্জ উপজেলার সচেতন নাগরিক সমাজ ও উপজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের পক্ষে বোচাগঞ্জ উপজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মানিকুল ইসলাম মানিক, সচেতন নাগরিক সমাজের মোঃ নজরুল ইসলাম নজু, মোঃ আলতাফুর রহমান, গোলাম মোস্তফা টুলু, আনোয়ার হোসেন মানিক, নাজিউর রহমান দুলাল, ইন্দ্রজিৎ সাহা, আব্দুস সালাম ও মোঃ রহুল আমিন। এছাড়াও নব-নির্বাচিত মেয়রকে ফুলেল সংবর্ধনা জানান, দিনাজপুর বেসরকারি ডায়াগনস্টিক মালিক সমিতি বোচাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, সেতাবগঞ্জ পৌরসভা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সেতাবগঞ্জ পৌরসভার জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যারা প্রশাসক, চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ ফরহাদ হোসেন (প্রশাসক) ১৮-১১-১৯৯৬ হতে ৯-৮-১৯৯৮ইং, স্বপন কুমার রায় (প্রশাসক) ১০-০৮-১৯৯৮ হতে ২৪/০৮/১৯৯৮, ড. মোঃ মহিউদ্দিন (প্রশাসক) ২৫-০৮-১৯৯৮ হতে ০৮/০৯/১৯৯৯, মোঃ ওমর ফারুক চৌধুরী ( চেয়ারম্যান) ০৮-০৪-১৯৯৯ হতে ১৪-০৫-১৯০৮, মোঃ ওমর ফারুক চৌধুরী (মেয়র) ১৪-০৫-২০০৮ হতে ১৩-০২-২০১১, মোঃ আব্দুস সবুর (মেয়র) ১৩-০২-২০১১ হতে ১৩/০৭/২০২১ এবং বর্তমান নব-নির্বাচিত মেয়র মোঃ আসলাম দায়িত্ব গ্রহণ করেন ১৩ জুলাই ২০২১ইং। উল্লেখ্য গত ২১ জুন ২০২১ইং সোমবার সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন মোঃ আসলাম।