মোঃ নুর ইসলাম,দিনাজপুর \ এস এস সি প্রজন্ম ২০০১ বাংলাদেশ-এর সদস্য মোকছেদুল করিমের পুত্র মোঃ মাইমুন বীন করিম (৪) বতর্মানে ভারতের FORTIS হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে। মাইমুন বীন করিম (৪) এর চিকিৎসার জন্য ব্যাপক আর্থিক সহযোগিতার প্রয়োজন। ভারতে চিকিৎসাধীন মোঃ মাইমুন বীন করিম (৪) চিকিৎসার সাহায্যের জন্য School Friends-2001 (Dinajpur) উদ্যেগ গ্রহণ করলে সেই উদ্যেগের প্রতি এস এস সি প্রজন্ম ২০০১ বাংলাদেশ সারা দিয়ে সাহায্যে জন্য হাত বাড়িয়ে দেন। পরবর্তীতে ভারতে চিকিৎসাধীন মোঃ মাইমুন বীন করিম এর চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা প্রদান করে “এস এস সি প্রজন্ম ২০০১ বাংলাদেশ”।
মানবতার সেবায় এই মহতি উদ্যোগ এর মাধ্যমে ৪ বছর বয়সের একটি শিশুর সুচিকিৎসার জন্য “এস এস সি প্রজন্ম ২০০১ বাংলাদেশ” ৫ লক্ষ টাকা প্রদান করায় উক্ত সংগঠনকে “স্কুল ফ্রেন্ড’স-২০০১ দিনাজপুর” ধন্যবাদজ্ঞাপন প্রদান করে।
১৪ আগষ্ট শনিবার “স্কুল ফ্রেন্ড’স-২০০১ দিনাজপুর” এর বন্ধুদের আয়োজনে একটি ধন্যবাদজ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন স্কুল ফ্রেন্ড’স-২০০১ দিনাজপুর এর বন্ধু তাজমুল ইসলাম রিমু, মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোঃ রেজাউল ইসলাম প্রমূখ। সভায় “এস এস সি প্রজন্ম ২০০১ বাংলাদেশ” এর সকল সদস্যদের ধন্যবাদজ্ঞাপন প্রদান শেষে ভারতে চিকিৎসাধীন শিশু মাইমুন বীন করিম (৪) এর রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়। ############