মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১৪ অক্টোবর বৃহসাপতিবার বিকেল ৪টায় “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর সপ্তম দিনের খেলায় চিরিরবন্দর উপজেলার কারেন্ট হাট ফ্রেন্ডস্ ক্লাব বনাম সদর উপজেলার যোগেন বাবু স্মৃতি সংঘ-এর খেলাটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর আয়োজক মোঃ রেহাতুল ইসলাম খোকা, কমিটির আহবায়ক সৈয়দ সপু আহমেদ, সদস্য সচিব ও হুমায়ুন কবীর আপেল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক জগতপুর কলেজের প্রভাষক মোঃ মাসুদুর রহমান পলাশ প্রমূখ।
১৪ অক্টোবর বৃহসাপতিবার বিকেল ৪টায় “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর সপ্তম দিনের খেলায় সদর উপজেলার যোগেন বাবু স্মৃতি সংঘ ৪-০ গোলে চিরিরবন্দর উপজেলার কারেন্ট হাট ফ্রেন্ডস্ ক্লাব-কে হারিয়ে বিজয় অর্জন করেছে।
১৫ অক্টোবর শনিবার অষ্টম দিনের খেলায় বিকেল ৪টায় দিনাজপুর সদর উপজেলার পুলহাট একাদশ বনাম বিরল উপজেলার মৌসুমী ক্রীড়া চক্র এর খেলাটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, প্রতিবারের ন্যায় এবারও ৬ষ্ঠ বারের মতো “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন ৮ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় হয়েছে।