আগামী ২৬ জুন ২০২২ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসকল কর্মসূচির মধ্যে ১৬ মে’২০২২ সোমবার দুপুর ১২ টায় বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা গুলো ৩টি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। ক-গ্রুপ ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি বিষয়ঃ- মাদক গ্রহণের কুফল, খ- গ্রুপ নবম শ্রেণি থেকে দশম শ্রেণি বিষয়ঃ- মাদকাসক্তি প্রতিরোধে যুব সমাজের ভূমিকা, গ-গ্রুপ উচ্চমাধ্যমিক শ্রেণী থেকে স্নাতক শ্রেণি বিষয়ঃ- বঙ্গবন্ধুর চেতনা ও মাদক মুক্ত বাংলাদেশ। চিত্রাংকন প্রতিযোগিতা ৩টি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। ক-গ্রুপ প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণি বিষয়ঃ- মাদকমুক্ত পরিবার, খ-গ্রুপ চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি বিষয়ঃ- খেলাধুলায় বল, মাদক ছেড়ে খেলতে চল, গ-গ্রুপ সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি বিষয়ঃ- মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো। এসকল প্রতিযোগিতা দুপুর ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।