মোঃ নুর ইসলাম, দিনাজপুর ঃ ঃ বৈশিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এর হাত থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য সারাবিশ্বে নিজ নিজ স্থান থেকে কাজ করছে এবং বাংলাদেশ সরকার বিভিন্ন দিক নির্দেশনা পরিচালিত করছেন।
সরকারের দেওয়া নির্দেশনা সফল করার জন্য সরকারি সকল দপ্তর ও বিভাগ কঠোর পরিশ্রম করে চলেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর জেলা শাখা করোনা মহামারি শুরুর প্রথম থেকে অদ্যবধি নিরলস ভাবে ব্যাপক কার্যক্রম পরিচালনা কওে চলেছে। সরকারের দেয়া সকল কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত করতে পুলিশ বিভাগের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা প্রতিদিন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে চলেছে।
দিনাজপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোঃ ইবনুল হক পিএএম-এর নেতৃত্বে ৭জন গেজেট কর্মকর্তাসহ বিভিন্ন পদবীর ৫০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য জেলার সদর উপজেলায় ৮টি প্রবেশ পথে চেকপোস্টের মাধ্যমে তারা দায়িত্ব পালন করছেন। সরকারের সকল নির্দেশনা ও কর্মসূচি বাস্তবায়িত করার পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছেন। আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি সুরক্ষার জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন সরঞ্জাম আনসার ভিডিপি’র সদস্যদের মাঝে বিতরণ করেন।
করোনা প্রতিরোধের জন্য পর্যায় ক্রমে আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ এবং কাউন্সিলিং এর আয়োজন করা হয়। আনসার ভিডিপি সদস্যদের কাউন্সিলিং এর মাধ্যমে করোনা প্রতিরোধের সচেতনতামূলক নির্দেশনা প্রদানের জন্য প্রতিটি দলনেতাকে একজন দক্ষ উপস্থাপক হিসেবে তৈরি করা হয়, যেন ঐ দক্ষ উপস্থাপক আনসার ভিডিপির সদস্য গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধের জন্য নিজেকে করোনা থেকে মুক্ত রাখার কৌশল এবং সতর্কতা রাখার জন্য বিভিন্ন দিক নির্দেশনা গুলো তুলে ধরতে পারে।
দিনাজপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব)মোঃ ইবনুল হক-পিএএম-এর নির্দেশনায় এ সকল কার্যক্রম পরিচালনা করতে সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আবু সাঈদ, সদর উপজেলার আনসার ভিডিপি’র প্রশিক্ষক মোছাঃ মর্জিনা বেগম, মোঃ পলাশ মিয়া ও অন্যান্য আনসার ভিডিপি’র কর্মকর্তাবৃন্দ।