মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ সাবেক প্রয়াত মন্ত্রী বেগম খুরশীদ জাহান হক-এর ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ১৫ জুন’২০২২ বুধবার দিনাজপুর কেয়ার নর্সিং কলেজের অডিটরিয়াম হলে সকাল ১১ টায় খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল দিনাজপুর এর আয়োজনের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মৃতিচারণ ও আলোচনা সভায় জিয়া হার্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা।
অন্যান্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবি’র ক্রপ ফিজিওলজি এন্ড ইকোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আবু হাসান, খুরশীদ জাহান হক ইনষ্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল কবির, যুগ্ম সম্পাদক মোঃ রাহবার কবীর পিয়াল, নির্বাহী সদস্য কাজী মোঃ আব্দুল হালিম, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার। উক্ত স্মৃতিচারণ ও আলোচনা খুরশীদ জাহান হক ইনষ্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এর নির্বাহী সদস্য মোঃ আখতারুজ্জামান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের পরিচালন ভারপ্রাপ্ত ডাঃ সুধা রঞ্জন রায়, খুরশীদ জাহান হক ইনষ্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এর নির্বাহী সদস্য মোঃ শহিদুর ইসলাম খাঁন, জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনষ্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল, মোজাম্মেল হক ইনষ্টিটিউট অব কিডনী ডিজিজেস সহ অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যগণ।
সাবেক প্রয়াত মন্ত্রী বেগম খুরশীদ জাহান হক-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে বিকেল ৩টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।