মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর প্রতিনিধিঃ চিরিরবন্দরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থেলাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২০২০-২০২১ অর্থবছরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থেলাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী পদ্ধতিতে ১৯ জন রোগীকে ৯ লক্ষ ৫০ হাজার চেক বিতরণ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, সাতনালা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহ, চিরিরবন্দর প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ইউসুফ আলী, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।