সংগৃহিত ছবি
মোরশেদ উল আলম, চিরিরবন্দর প্রতিনিধি ঃ দিনাজপুরের চিরিরবন্দরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আপন সরকার (৪৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮ টায় দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গ্রামীন ব্যাংক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত আপন সরকার চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কারেন্ট হাটখোলা এলাকার নিরেন্দ্রনাথ সরকার এর পুত্র।
স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে আসা একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় চাকার নিচে পড়ে যায় মোটরসাইকেল আরোহী। ঘটনাস্থলেই গুরুতর আহত হন। আহত ব্যক্তির জ্ঞান না থাকায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে হাসপাতালের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই দিবাগত রাতে নিহত আপন সরকারের পুত্র শিপন সরকারের বিয়ে হয়। আজ ছিলো বৌ ভাত। বৌ-ভাতের মাছ কেনার জন্যই মোটরসাইকেল যোগে দিনাজপুর বাহাদুরবাজার যাচ্ছিলেন আপন সরকার। এমতাবস্থায় পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার সত্যতা নিশ্চিত করেছেন।