হিলি প্রতিনিধি ॥ প্রথমবারের মতো তন্ত্রমন্ত্রের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। গ্রাম বাংলার চমৎকার এই খেলা দেখতে উপচেপড়া ভিড় ছিলো দর্শকের,হারিয়ে যাওয়া এ খেলা নিয়মিত আয়োজনের অনুরোধ তাদের। এদিকে সহযোগিতা পেলে প্রতিবছর এ ধরনের খেলা আয়োজনের কথা বলছেন আয়োজকরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরে সীমান্তবর্তী হিলির বোয়ালাদাড় গ্রামের স্থানীয় যুব সমাজের আয়োজনে বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা।
এসময় পুরো মাঠ জুড়ে ছিলো দর্শনার্থীদের উপচেপড়া ভিড়, সেই সাথে পুরো এলাকা জুড়ে ছিলো উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে আসা ৫টি তান্ত্রিক দল তাদের তন্ত্রমন্ত্র দিয়ে পাতা রূপী সাপকে মাঠের মাঝখান থেকে চারদিকে টানার প্রতিযোগিতা শুরু করে।
প্রতিযোগিতায় যার পয়েন্ট বেশি হয় সেই তান্ত্রিক দলকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলায় পাইকপাড়া ফারুক মেম্বারের দলকে বিজয়ী হিসাবে একটি খাসি পুরষ্কার দেওয়া হয় । এমন খেলা দেখে বিমোহিত ও খুশি দর্শকরা। সবার দাবী,প্রতিবছর আয়োজন হোক এমন খেলার। এদিকে স্থানীয়ভাবে সহযোগিতা পেলে মানুষকে আনন্দ দিতে প্রতিবছর এমন খেলা আয়োজনের কথা বলছেন আয়োজক মোসাদ্দেক হোসেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালাদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী সদরুল ইসলাম,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে