মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ ১৬ জুন’২০২২ বৃহস্পতিবার জিয়া হার্ট ফাউন্ডেন এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে। এ সকল কর্মসূচির মধ্যে সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে। র্যালী শেষে অত্র প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সকল অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এ সভাপতিত্বে অংশগ্রহণ করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, মোঃ শাহেদ রিয়াজ পিম, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য নাজমা মসির, প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম রসুল রকেট, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সামসের আলী, হিসাব রক্ষণ ও নীরিক্ষণ কর্মকর্তা মোঃ সামশির করিম, সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, মার্কেটিং অফিসার মোঃ রশিদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান পিন্টু, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার,
উল্লেখ্য যে, জিয়া হার্ট ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক, নিজস্ব আয়ে পরিচালিত প্রতিষ্ঠান। ১৬ জুন ১৯৯২ সালে জিয়া হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে। প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক, এমপি, জিয়া হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। অত্র প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রাথমিক কার্যক্রম ১৯৯২ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং পরবর্তীতে ১৯৯৪ সালে দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকায় একটি ভাড়া বাড়ীতে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে দিনাজপুর হাউজিং এষ্টেট এলাকায় ১ একর জমি ক্রয় করে নিজস্ব জায়গায় ৩ কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। ২০০২ সালে হাউজিং এষ্টেট এলাকায় আরও ১.৫৪ শতক জমি ক্রয় করে জিয়া হার্ট ফাউন্ডেশনের ৩ টি অঙ্গ প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এবং কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।