মোঃ নাজমুল ইসলাম, বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের মরিচা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ৮৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন।
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে প্রথম মাদ্রাসা শিক্ষাবোর্ড ও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ইবতেদায়িকে প্রাথমিকের সমমর্যাদা দিয়েছেন। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করেছেন তিনি। নৈতিক শিক্ষা ও মাদ্রাসা শিক্ষাকে আরও সমৃদ্ধকরণের মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন শেখ হাসিনা।
তিনি বলেন, ইতোমধ্যে সরকার কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছে। তাই বিজ্ঞানসম্মত শান্তির ধর্ম ইসলামিক মূল্যবোধের শিক্ষায় নিজেদের জাগ্রত করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে মাদ্রাসা শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানান তিনি।
১৬ জুলাই ২০২১ (শুক্রবার) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের মরিচা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সংক্ষিপ্ত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
মরিচা ইউনিয়নের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ডালিম সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারি প্রকৌশলী গুলজার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মরিচা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মকবুল হোসেন।