জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী উদযাপন উপলক্ষে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর বিজিবি‘র ৪২ ব্যাটালিয়ন।
সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে ৪২ ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্যসামগ্রী বিতরণ করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া।
বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম, উপ-অধিনায়ক মেজর সামুসুজ্জামান মোহাম্মদ আরিফ উল ইসলামসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনাজপুর সেক্টর ৪২ বিজিবির পার্শ্ববতী এলাকার ১২৫টি পরিবারকে প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ১টি সাবান ও ১টি মাস্ক বিতরণ করা হয়।