১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী, তাঁর পরিবারবর্গের রুহের মাগফেরাত ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়া চট্টগ্রাম ১৫ আনসার ব্যাটালিয়ন এর আয়োজনে কোরআন খতম মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এসকল কর্মসূচির পূর্বে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে ১৫ আগস্টের কার্যক্রমের সকল অনুষ্ঠান উদ্বোধন করা হয় এবং সকাল ১১ ফুল দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং দুপুরে এতিম শিশুদের মাধ্যমে কোরআন খতম শেষে এতিম শিশুদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বিকেল ৩ টায় প্রামাণ্যচিত্র প্রদর্শন মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। এসকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম পটিয়া ১৫ আনসার ব্যাটালিয়ন এর পরিচালক মোঃ আব্দুল মজিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার রুবেল হোসেন ও ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর প্রায় ১৮০ জন সদস্য।