মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ ১৭ মে ২০২২ মঙ্গলবার জেলা তথ্য অফিস, দিনাজপুর-এর আয়োজনে ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিনোদনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ( ৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের অধীন শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীণ নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ ইত্যাদি বিষয়ক বার্তানির্ভর নেতৃস্থানীয় ব্যক্তি বর্গের অংশগ্রহণে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ওরিয়েন্টেশন কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের পর সিনিয়র তথ্য অফিসার জনাব মো: সোহেল মিয়া এর ওরিয়েন্টেশন কর্মশালার বিষয়ভিত্তিক স্বাগত বক্তব্যে প্রদান করেন। ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: শরিফুল ইসলাম, আরো আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম ও নবাবগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায় । বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম সভাপতিত্বে ইউনিয়নের নির্ধারিত ৪০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে ওরিয়েন্টেশন কর্মশালায় তিনটি সেশন পরিচালিত হয়।
প্রথম সেশনে নবাবগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায় নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য নিয়ে বিশদ আলোচনা করেন। দ্বিতীয় সেশনে জন্ম নিবন্ধন শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ ইত্যাদি বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম আলোচনা করেন। তৃতীয় সেশনে দিনাজপুর জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো: শরিফুল ইসলাম- নারীর ক্ষমতায়ন, শিক্ষা, ডিজিটাল সেবাসহ সরকারের সফলতা ও ভবিষ্যত ভাবনার কথা আলোচনা করেন।
প্রধান আলোচক বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসার জন্য সচেতনতা বাড়ানো প্রয়োজন। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত করতে সুষম উন্নয়ন দরকার। সকল কাজে পেশাদায়িত্ব বজায় রাখতে হবে। টেকসই উন্নয়ন হলে দেশের অগ্রযাত্রা তরান্বিত হবে। তিনি আরো বলেন যারা মাদক গ্রহণ করে তারা অন্যান্য অপকর্মও করে। আইন দিয়ে সব সমস্যা সমাধান সম্ভব নয়। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক প্রতিরোধ করতে হবে। কোনধর্মই জঙ্গিবাদ সমর্থন করে না। সকল ধর্মই শান্তির কথা বলে। কাজেই, এ সব সামাজিক ব্যাধি প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে । ওরিয়েন্টেশন কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষিকা, ধর্মীয় ব্যক্তি, এনজিওকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ ।