নিজস্ব প্রতিবেদক ॥ দিনাজপুরের সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলার মসজিদে পৃথক অভিযান চালিয়ে এ্যান্টি টেরোরিজম ইউনিট (এ.টি.ইউ) ৪৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ১২ টা থেকে ২ টা পর্যন্ত এই অভিযান পারিচালনা করা হয়।
দিনাজপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ থেকে ১২ জন, সদরের শেখপুড়া ইউনিয়ন এলাকায় ৮ জন, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জন এবং বোচাগঞ্জ উপজেলা থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
পুলিশের একটি সুত্র জানায়, উক্ত দুই মসজিদে ঢাকা থেকে তাবলিক জামাত এসেছিল গত দুই দিন আগে। কিন্তু ঢাকা অ্যান্টি টেররিজম ইউনিটের কাছে রিপোর্ট ছিল তারা জঙ্গী কার্যক্রম পরিচালনা করতে তাবলিক জামায়াত সেজে দিনাজপুরের দিনাজপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ থেকে ১২ জন, সদরের শেখপুড়া ইউনিয়ন এলাকয় ৮ জন, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জন এবং বোচাগঞ্জ উপজেলা থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর পুলিশের সহযোগীতায় তারা ১২ টা তেকে ২ টা পর্যন্ত মসজিদ দুটিতে অভিযান চালায়। এ সময় তাদের সঙ্গে থাকা বেডিংপত্রসহ যাবতীয় মালামাল পুলিশ নিয়ে গেছে। জানা গেছে তাদেরকে দিনাজপুর পুলিশ লাইনে রাখা হয়েছে।
বিরল বাজার জামে মসজিদের মুয়াজ্জিম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, রাতে পুলিশ রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা তাবলিক জামায়াতের ১৭ জনকে আটক করে নিয়ে গেছে। এ সময় পুলিশ জানায় তাদের কাছে তাবলিক জামায়াতের নামে জঙ্গী কার্যক্রম পরিচালনা করার তথ্য রয়েছে। তাই তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, যাচাই বাচাই না করে এই মুহুর্তে আমি কিছু বলতে পারব না।
এই অভিযানটি ঢাকা থেকে অনলাইন ভিত্তিক পরিচালনা করা হয় এবং ঢাকা থেকে আগত ‘অ্যান্টি টেররিজম ইউনিট’ এর ২টি দল সরেজমিনে দিনাজপুর পুলিশ বিভাগে সহযোগিতায় বিশেষ অভিযান সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য যে, সারা দেশে জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ‘অ্যান্টি টেররিজম ইউনিট’ গঠন করছে সরকার। দেশের যে কোনো স্থানে নিজের ক্ষমতাবলে অপারেশন চালানো, গ্রেফতার ও তদন্তকাজ পরিচালনা করতে পারবে পুলিশের বিশেষায়িত এ ইউনিট (এ.টি.ইউ) ‘অ্যান্টি টেররিজম ইউনিট’ ।