মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১৮ মে’২০২১ মঙ্গলবার সকালে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাড. আশফাক আহমেদ, সদস্য গোলাম নবী দুলাল ও অশোক কুমার কুন্ডু এর নিকট দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সালের দ্বি-বার্ষিক (২৪ মাস মেয়াদী) পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামিম) পরিষদের প্রর্থীগণ।
চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামিম) পরিষদ-এর প্রার্থীরা হলেন রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামিম) ভোটার নং ২২, মোসাদ্দেক হোসেন চৌধুরী (পাপ্পু) ভোটার নং ৭৪২, মোঃ জর্জিস আনাম ভোটার নং ৯৯১, সুজা উর-রব চৌধুরী ভোটার নং ১৩০৬, মোঃ মোছাদ্দেক হুসেন ভোটার নং ৭১০, মোঃ শামীম কবির ভোটার নং ৭৬৩, আলহাজ্ব সৈয়দ সগীর আহম্মেদ ভোটার নং ৪৪১, প্রতাপ কুমার সাহা (পানু) ভোটার নং ১৩০০, মোঃ আখতারুজ্জামান জুয়েল ভোটার নং ৪২, শাহেদ রিয়াজ (পিম) ভোটার নং ৩০৫, রাহাবার কবীর পিয়াল ভোটার নং ৬২৯, মোঃ মোস্তফা কামাল (মিলন) ভোটার নং ৭৪৩, আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন ভোটার নং ৭১১, জহির শাহ ভোটার নং ৩৩৩, উদ্দীপ ভৌমিক ভোটার নং ২২৬, মোঃ জহির খান ভোটার নং ৭১৬, মোঃ আব্দুল্লাহ আল কাফি লিটন ভোটার নং ১৯৫৬ এবং মোঃ আনোয়ার হোসেন ভোটার নং ৯৭৫।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ২৪ মাস মেয়াদী ২০২১-২০২২ ও ২০২২ -২০১৩ কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ১২ জুন শনিবার সকাল ৮:৩০ মিনিট হতে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।