মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ ১৮ মে ২০২২ বুধবার সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে সেন্ট ফিলিপস ডে, রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও গণিত অলিম্পিয়াড ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
কল কর্মসূচি ৩টি পর্বে অনুষ্ঠিত হয়েছে কর্মসূচি গুলোর মধ্যে প্রথম পর্বে সকাল সাড়ে ৯টায় পঞ্চ প্রদীপ জ্বালিয়ে দিনের সকল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল ৯টা ৪৫ মিনিটে সাধু ফিলিপস নেরি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে বিকেল ৩টায় গণিত অলিম্পিয়াড এবং তৃতীয় পর্ব বিকেল সাড়ে ৪টায় অলিম্পিয়াড-২০২২ সহ অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ক্যাথলিক ডায়াসিস এর চ্যান্সেলর ফাদার মার্কুশ মুরমু। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শান্তি রানী সংঘের সিস্টার জেনারেল সিস্টার বিণা রোজারিও সি আই সি, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ফাদার কেরোবিন বাকলা।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণতি লিলিয়ানা হাসদা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার জেমস সঞ্জীব সরকার সিএসসি, বিদ্যালয় শাখার সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরিফিকেশন সিআইসি, সহকারী প্রধান শিক্ষক ব্রাদার জনি গ্রেগরি সিএসসি, সিনিয়র শিক্ষক মাওলানা আবেদ আলী, সহকারী শিক্ষক এ্যামিলিউস মারডি সহকারী শিক্ষক গৌতম বসু, সহকারী শিক্ষক মো কামরুল হাসান প্রমূখ।