মফিজুল ইসলাম হিলি প্রতিনিধি ॥ মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ২০২০-২০২১ অর্থবছরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওয়তায় দিনাজপুরের হিলিতে বিনামূলে কৃষকদের মাঝে ২ হাজার ফলের চারা বিতরণ করলেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে বিভিন্ন প্রজাতির এসব চারা বিতরণ করা হয়।
এসময় সেখানে উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম, উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরজেনা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।