মোরশেদ উল আলম, চিরিরবন্দর প্রতিনিধি ঃ চিরিরবন্দরে মোবাইলের পাবজি গেইম খেলে হেরে গিয়ে মিঠু (১৬) নামে এক কিশোর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি গত ১৭ জুলাই শনিবার দিবাগত রাতের কোন একসময় উপজেলার নশরতপুর ইউনিয়নের বালাপাড়ায় ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নশরতপুর ইউনিয়নের বালাপাড়ার মোশাররফ হোসেনের ছেলে ও মোজাফ্ফর হোসেনের নাতী মোঃ মিঠু (১৬) রাতে খাওয়া দাওয়া সেরে নিজ ঘরে মোবাইলে গেইম খেলে। খেলায় সে হেরে গিয়ে রাতের কোন এক সময় সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে মোবাইলে ফ্রি ফায়ার গেমে প্রবলভাবে আসক্ত ছিল। ভোরের দিকে তার মা মোর্শেদা বেগম ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে মরদেহ নামিয়ে আনে। থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।