রংপুরের পীরগঞ্জ উপজেলার মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
১৮ অক্টোবর সোমবার জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ গোলাম ইমতিয়াজ ইনানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী হতে আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষে হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন পলাশ, আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস আলম লিমন, রাকিব হাসান, জিয়ন, নীলক চৌধুরী, অনিক চৌধুরী, আকাশ, সানি, শাকিল প্রমুখ।