মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ ১৯ মে’২০২২ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা কার্যালয়ের অডিটোরিয়াম হলে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২দিনব্যাপী শিশু মেলা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) দিনাজপুর জেলা পরিষদের প্রধান নিবার্হী মোঃ জয়নুল আবেদীন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন আসিফ আহমেদ হাওলাদার, বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তথ্য অফিসার সিনিয়র তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া।
উল্লেখ্য যে দিনাজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে দুই দিন ব্যাপী শিশুমেলা-২০২২ চলাকালীন সময়ে শিশু-কিশোরদের নিয়ে রচনা, কুইজ এবং লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।