মোঃ নুর ইসলাম ॥ দিনাজপুর জেলায় ১৩৮টি নমুনা পরীক্ষায় ৬৫ জনের করোনা পজিটিভ এর মধ্যে সদরে ৫৫ জন কোভিড-১৯ সংক্রমন, জেলায় ৩ জন মৃত্যু। আজ জেলায় মোট আক্রান্তের হার ৪৭.১০ %।
জেলায় ২৪ ঘন্টায় মোট ৬৫ জনের করোনা পজিটিভ এর মধ্যে সদরে ৫৫ জন, বিরলে ৩ জন, বোচাগঞ্জে ১ জন, চিরিরবন্দরে ২ জন, ফুলবাড়ীতে ২ জন, হাকিমপুরে ১ জন ও নবাবগঞ্জ উপজেলায় ১ জন করোনা।
দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮৭৬ জন এর মধ্যে (দিনাজপুর সদর-৩৯৯৭ জন, বিরল-৩৭৮ জন, বিরামপুর-৪১১ জন, বীরগঞ্জ-১৮৮ জন, বোঁচাগঞ্জ-১৮৪ জন, চিরিরবন্দর-২৬৩ জন, ফুলবাড়ী-২৩২ জন, ঘোড়াঘাট-৯৬ জন, হাকিমপুর-১৪০ জন, কাহারোল-১৭৮ জন, খানাসামা- ১২৭ জন, নবাবগঞ্জ-১৭০ জন ও পার্বতীপুর-৫১২ জন) মোট ১৩টি উপজেলায়।
করোনা প্রতিরোধের কর্মসূচীতে জেলা সদরে সাত দিনের লকডাউনের পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে। পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড গুলোর মহল্লার প্রবেশ দ্বারে বাশঁ দিয়ে রাস্তা ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে। এক এলাকা থেকে অন্য এলাকায় প্রবেশ করাও যাচ্ছে না।