দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের সহকারী প্রকৌশলী সুফিয়া সুলতানা’র বড় ভাই বীর মুক্তিযোদ্ধা কাজী তসলিম উদ্দিন বাবু’র রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার শেষে নামাযের জানাযা ও দাফন কার্য সম্পন্ন হয়েছে।
১৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা কাজী জামে মসজিদ মাঠে বীর মুক্তিযোদ্ধা কাজী তসলিম উদ্দিন বাবু’র রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ লোকমান হাকিম মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর একই স্থানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে ফরিদপুর কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়। মরহুমের ভাতিজা কাজী সাদিকুজ্জামান প্রান্ত জানাযা পড়ান। জানাযা ও দাফনকার্যে অংশ নেন ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর (জাতীয় স্বাস্থ্য গ্রন্থাগার) সহকারী গ্রন্থাগারিক এস,এম হুমায়ুন কবির টুটুল, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, সাবেক প্যানেল মেয়র মোঃ আলতাফ হোসেন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবির সোহাগ, জেলা পরিষদ সদস্য ফয়সল হাবিব সুমন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ মুসল্লিবৃন্দ।
উল্লেখ্য শহরের বালুয়াডাঙ্গা নিবাসী মরহুম কাজী সামসুল হুদার ৪র্থ পুত্র ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব মনু -এর ছোট ভাই ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার নিউরো সায়েন্স ইনস্টিটিউট, আগারগাঁও-এ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্গিসহ বহু গুনগ্রাহী রেখে যান। এদিকে দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু’র বড় ভাই কাজী তসলিম উদ্দিন বাবু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল। এক শোক বার্তায় তিনি মরহুমের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।