
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১৯ সেপ্টেম্বর রোববার দিনাজপুরের উপশহর জাগরনী আদর্শ শিক্ষালয়ে এবং পাশর্^বর্তী এলাকায় সেচ্ছাসেবী সংগঠন “বাস্তবায়ন” এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
সেচ্ছাসেবী সংগঠন “বাস্তবায়ন” এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ছাত্রসংগঠক ও সমাজকর্মী মোঃ আহসানুজ্জামান চঞ্চল। এ সময়ে উপস্থিত ছিলেন বাস্তবায়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও অর্থসম্পাদক মাশুক রহমান প্রান্ত, সাধারণ সদস্য কৌশিক, রায়হান, সাফিন, রাহাত প্রমূখ।
বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজকবৃন্দ বলেন, বছরব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচীকে লক্ষ্য রেখে বৃক্ষ রোপণ কর্মসূচী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আমাদের এই কর্যক্রম দেখে অন্যান্য সংগঠনগুলো কাজে অনুপ্রাণিত হয়ে এই কার্যক্রম বাস্তবায়িত করবে এটাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।