“সাম্প্রদায়িক শক্তি কালো হাত ভেঙ্গে দাও,হিন্দ্র সম্প্রদায়ের উপর হামলাকারী হুশিয়ার সাবধান” এই প্রতিপাদ্য ও শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে ১৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্হ দলীয় কার্যালয় থেকে শহর ও সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাটি দলীয় কার্যালয়ে ফিরে এসে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় অংশ নেয় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সহ সভাপতি আশিষ কুমার ব্যানার্জি, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুল ইসলাম, শহর আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড শামীম আলম সরকার, আশরাফ আলী, এনাম উল্লাহ জ্যামী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক মাহমুদুল হক কোরায়শি দুলাল, মহিলা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৮নং শংকরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, ৯নং আস্করপর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল, সাধারন সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নুরে আলম, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান সবুজসহ শহর ও সদর উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪