মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ সারা দেশের ন্যায় দিনাজপুরের সদরে করোনা মহামারী ব্যাপক বৃদ্ধি পেয়েছে এই করোনা প্রতিরোধে সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সরকারের পাশাপাশি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান যে যার মত ভাবে নিজ নিজ স্থান হতে করোনা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম অব্যাহত রেখেছে এরই ধারাবাহিকতায় দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল এর নেতৃত্বে পৌরসভার ১২ টি ওয়ার্ডের বিভিন্ন মহল্লার প্রবেশদ্বার গুলোতে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে লকডাউন বাস্তবায়িত করা হচ্ছে।
এক এলাকা থেকে অন্য এলাকায় যোগাযোগ মাধ্যম বন্ধ করার লক্ষ্যে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। ২০ জুন দিনাজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে হাউজিং মোড় এলাকা থেকে উপশহর ৭ নং ব্লক ও ৮ নং উপশহর প্রবেশদ্বার সহ এলাকার প্রবেশদ্বার বাঁশ দিয়ে বন্ধ করা হয় এ সময় প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল-এর সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল সহ একটি স্বেচ্ছাসেবী দল।