মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২০ নভেম্বর শনিবার দিনাজপুর পর্যটন মটেল কনফারেন্স রুমে ‘এখন আর মাদক নিয়ন্ত্রণ নয় নির্মূল চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার মাদক বিরোধী জোট এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উত্তর সমন্বয় সভায় মাদক বিরোধী জোট জেলা শাখার সভাপতি মোঃ শাহাদৎ হোসেন শাহ্। সভাপতিত্বে বক্তব্য রাখেন জোটের সহ-সভাপতি ডাক্তার চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, কোষাধক্ষ্য মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু, এসসি ডিএফ-এর নির্বাহী পরিচালক সেলিনা হক, উদ্যোক্তা সংস্থার নির্বাহী পরিচালক উম্মে নেহার প্রমূখ।
দিনাজপুর জেলার মাদক বিরোধী জোটের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক খায়রুল আলম, ডাঃ আব্দুস সোবাহান, জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল, মমতার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, প্রবীণ সাংবাদিক আবদুর রহমান, জেলা মাদক বিরোধী জোটের প্রচার সম্পাদক মোঃ নুর ইসলাম, সাংবাদিক মাহফিজুল ইসলাম রিপন, রোভার নেতা কারিমুল ইসলাম, বিবিডিএস এর নির্বাহী পরিচালক ডি এস এম জিল্লুর রহমান আরডিআরএস এর আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুল ইসলাম, এনজিও কর্মী ধর্ম নারায়ন বিশ্বাস, ডেভলপমেন্ট কাউন্সিল এর নির্বাহী পরিচালক হাফিজুল ইসলাম হাফিজ, এনজিও কর্মী আব্দুল মান্নান প্রমুখ।