দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের পুনর্ভবা নদীর পাড়ে করনাই-নশিপুর সনাতন ধর্মালম্বীদের নবনির্মিত শ্বশানের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মো. রেজাউল করিম রাকি।
২০ নভেম্বর শনিবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের পুনর্ভবা নদীর পাড়ে নবনির্মিত করনাই-নশিপুর শ্বশানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা মো. রেজাউল করিম রাকি বলেন, আমি আসন্ন নির্বাচনে চেহেলগাজী ইউনিয়নের নৌকা প্রতিকের জন্য একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। কিন্তু দলের সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতীক যাকে বরাদ্দ দিবেন আমরা সকলেই তার হয়ে এক যোগে কাজ করবো।
তিনি বলেন, আমি আমার নিজ সামর্থ অনুযায়ী জনগণের কল্যাণে কাজ করে আসছি। এলাকার জনগণকে নিয়ে কাজ করা ও তাদের সহযোগীতা করা আমার একটা নেশা হয়ে গেছে। কোন জনপ্রতিনিধি না হয়েও এই ইউনিয়নের কবরস্থানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্ম মন্ত্রণালয় থেকে আর্থিক অনুদান এনে দিয়েছি। আমি চাই আরও ব্যাপকভাবে জনগণের উন্নয়নে কাজ করতে। মহান সৃষ্টিকর্তা সুযোগ দিলে আগামী দিনগুলোতেও ইউনিয়নবাসীর কল্যাণে পাশে থেকে কাজ করে যেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন করনাই নশিপুর শ্মশান কমিটির সভাপতি বাবু ধীরেন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা বাবু প্রফুল্ল কুমার রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।