মহান বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুর শহরের রাজবাটীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর শহরের রাজবাটী ঈদগাহ মাঠে ব্রাইট বয়েজ ক্লাব আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের উপদেষ্টা মিহির ঘোষ।
প্রধান পৃষ্ঠপোষক ও রাজবাটী মহল্লা আওয়ামী লীগের সভাপতি মো. মিনারুল ইসলাম মানিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাইট বয়েজ ক্লাবের সাবেক সভাপতি মাজেদার রহমান, সদস্য অরবিন্দ সরকার, মহল্লা আওয়ামী লীগের সদস্য প্রদীপ ঘোষ প্রমুখ।
বক্তব্যশেষে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার মহান বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন শহর আওয়ামী লীগের সহ সভাপতি দেবাশিষ ভট্টাচার্য।