মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২১ মার্চ’২০২২ সোমবার সকাল ১১ টায় দিনাজপুর শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে উইমেন্স এন্ড ই-কমার্স দিনাজপুর এর উদ্যোগে অফিশিয়াল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন উইমেন্স এন্ড ই-কমার্স ট্রাস্ট(উই) এর এডভাইজার আরিফুল হাসান অপু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক দিনাজপুর এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ আমজাদ হোসেন, টাচ ট্রেনিং আইটি লিমিটেড এর ডিরেক্টর আনিসুল হক ভূঁইয়া, টেক টেরিয়ান আইটি লিমিটেড এর সিইও এরশাদুল হক, স্কিল ইউনিভার্সিটির ফাউন্ডার এন্ড সিইও মোঃ শাহাদাত হোসেন রিয়াদ, আইটি ভ্যানিলা এর সিইও মোঃ আল মাসুদ প্রমূখ।
উইমেন্স এন্ড ই-কমার্স দিনাজপুর এর অফিসিয়াল পরিচিতি সভায় বক্তারা বলেন, আপনাদের নিজ নিজ ব্যবসা প্রসারিত করার জন্য নিজস্ব ডাটা পেজের মাধ্যমে প্রতিনিয়ত গ্রাহকদের সাথে যোগাযোগ মাধ্যম বজায় রাখতে হবে। সেই সাথে নিজস্ব প্রোডাক্ট এর তথ্য নিজ নিজ ফেসবুক পেইজে আপলোড করে গ্রাহকদের মতামত বিশ্লেষণের মাধ্যমে প্রোডাক্ট এর মান নির্ণয় করা করতে হবে। গ্রাহকদের মতামতের উপর ভিত্তি করে প্রতিমাসে অন্তত এই ধরনের একটি করে মতবিনিময় সভা করে অন্যান্য উদ্যোক্তাদের সাথে সমন্বয় করে কাজের মান নির্ণয় করা মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে হবে।
পরিচিতি সভায় অংশ গ্রহণ করেন উইমেন্স ই-কমার্স দিনাজপুর শাখার প্রতিনিধি জেসমিন আক্তার, সহ প্রতিনিধি মোঃ ওবায়দুর রহমান, আসমাউল হুসনা মৌ, নিশাত আনজুম, তামান্না সানজিদা, শাহীনা আক্তার সহ বিভিন্ন নারী উদ্যেক্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন রেহানা খাতুন রত্না।