দিনাজপুরের শত বছরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি ২০মার্চ বিশ্ব শিশু নাট্য দিবস পালন করে তাদের নিজস্ব মিলনায়তনে।
“চলো আমরা আমাদের স্বপ্ন গুলোকে একত্রিত্ব করতে মঞ্চে মিলিত হই”- এবারের এই স্লোগানকে সামনে রেখে নাট্য সমিতির সহ-সভাপতি আসাদুল্লাহ সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। বিশ্ব শিশু নাট্য দিবসের উপর মূল আলোচ্যক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট নাট্য পরিচালক সম্বিত সাহা সেতু। বক্তারা বলেন, আগামী মে মাসে দিনাজপুর নাট্য সমিতি শিশুদের নিয়ে শিশু নাট্য উৎসব করবে। সেজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাট্য প্রশিক্ষণ প্রদান করবে। শিশু নাট্য উৎসবের পাশাপাশি শিশুদের নিয়ে আমরা দিনাজপুরে শিশু নাট্য আন্দোলন গড়ে তুলতে চাই।
আলোচনা শেষে ঐতিহ্যবাহী নাট্য সমিতির প্রথম শিশু নাটক কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে অধ্যাপক মাঈনউদ্দীন আহম্মেদ এর নাট্য রূপ এবং সম্বিত সাহা সেতুর নির্দেশনায় ও শেখ ছগীর আহম্মেদ কমলের সহ-নির্দেশনায় “হিং টিং ছট” নাটকটি মঞ্চস্থ্য হয়। শিশু নাট্য শিল্পীদের মনোজ্ঞ নাট্য কলার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। লাইট মিউজিক ও মঞ্জ নাটকটিকে আরও প্রাণবন্ত করেছে।