মোঃ নুর ইসলাম, দিনাজপুর জেলা কমিটির সাবেক কৃতি ফুটবল খেলোয়াড়দের নিয়ে দিনাজপুর ফুটবল সোনালী অতীত ক্লাব গঠন করা হয়েছে।
দিনাজপুর ফুটবল সোনালী অতীত ক্লাব গঠনের প্রথম পর্যায় দিনাজপুর জেলা দলের সাবেক কৃতিফুটবলারদের নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উক্ত আহবায়ক কমিটি দিনাজপুর জেলা দলের সাবেক কৃতি ফুটবল তারকা শহীদুল হক সেন্টু আহবায়ক এবং ইকবাল হোসেন কে সদস্য সচিব করা হয়।
এবং মোস্তাাকীম ওয়াজেদ, সমীরন ঘোষ, ওয়াসী আহমেদ, মাহামুদুন্নবী পলাশ, খোরশেদ আলম তরু, ফিরোজ হাসান, তাজুল ইসলাম, সাঈদ জামিল বোম্বাই, মোঃ নুর আলম হক খোকন, মোঃ মাহবুবু উল হাসান সুমন, শামীম হোসেন, নুরুল ইসলাম বেলাল, হাসিনুর রহমান কে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উক্ত আহবায়ক কমিটির আহবায়ক, সদস্য সচিব সহ সকল সদস্য বৃন্দগন দিনাজপুরের জনসাধারণ এর কাছে দোয়া চেয়েছেন যাতে আগামী দিনে দিনাজপুরের এই সনালী অতিত ক্লাব দিনাজপুরের ফুটবলের ঐতিহ্য ধরে রাখার জন্য কাজ করে যেতে পারেন।