দিনাজপুর ॥ বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগের দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে শনিবার বিকেলে মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠা বাাির্ষকী উপলাক্ষে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি এ কে এম শামীম ফেরদৌস টগর তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, পদবীর দাপট দেখিয়ে অন্যায় বা অবৈধ কাজে লিপ্ত হয়ে দলকে বিতর্কিত করতে পারে। এ বিষয় সকলকে সতর্ক থাকার আহবান জানান।
আওয়ামী মৎস্যজীবী লীগের দিনাজপুর জেলা শাখার আহবায়ক এ্যাড. সারোয়ার আহমেদ বাবু’র সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক হাসনাইন আজিজ, আশরাফুল আলম মাষ্টার, সদর মৎস্যজীবী লীগের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য আব্দুর রহিম টুটুল প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করে কেক কেটে মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করেন।