মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২২ সেপ্টেম্বর বুধবার দিনাজপুরে সের্ন্ট ফিলিপস্ এলামনাই ফোরাম এর উদ্যোগে ফিলিপশিয়ান স্পোর্টস কার্নিভাল-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক, প্রাক্তন ও অধ্যায়নরত শিক্ষার্থীদে সমন্বয়ে গঠিত “ফিলিপশিয়ান স্পোর্টস কার্নিভাল”।
ফিলিপশিয়ান স্পোর্টস কার্নিভাল-২০২১-এ ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল সহ মোট ৩ টি বিভাগে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ২০১৩ থেকে ২০২২ ব্যাচর ১১টি করে দল অংশগ্রহণ করেন।ক্রিকেট খেলার উদ্বোধন হয় ১৫ ই আগস্ট ও ১৭ ই আগস্ট শেষ হয়, এই বিভাগে চাম্পিয়ান-২০১৮ এস.এস.সি ব্যাচ এবং রানারআপ-২০২০ এস.এস.সি ব্যাচ। ফুটবল বিভাগে উদ্বোধন ২৩ শে আগস্ট এবং ২৮ শে আগস্ট সমাপনী। চাম্পিয়ান-২০২২ এস.এস.সি ব্যাচ এবং রানারআপ-২০১৪ এস.এস.সি ব্যাচ। বাস্কেটবল বিভাগ উদ্বোধন- ১২ সেপ্টেম্বর এবং ১৫ ই সেপ্টেম্বর সমাপনী। চাম্পিয়ান-ফিলিপশিয়ান বুলস্ (ব্রাদার জনির দল) রানারআপ ফিলিপশিয়ান ওয়ারিওর (মিশুকের টিম)
ফিলিপশিয়ান স্পোর্টস কার্নিভাল-২০২১-এ ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল এর সকল পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ২১ সেপ্টেম্বর রাত ৮টায় প্রতিষ্ঠানের বাস্কেটবল গ্রাউন্ড-এ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সি.এস.সি’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার জেমস সরকার সি.এস.সি, মাধ্যমিক শাখার সহকরি প্রধান শিক্ষক ব্রাদার জনী গ্রেগরী সি.এস.সি, সরকারি সিটি কলেজের সহকারি অধ্যাপক নুর-এ আলম সিদ্দিক, অত্র প্রতিষ্ঠানের প্রভাষক সুনিল চন্দ্র রায়, জুয়েল সরেন, ক্রীড়া শিক্ষক সুনিল বাস্কে, বিমান বাড়ী এর স্বত্ত্বাধিকারী আরিফুল ইসলাম আরিফ, রিফায়া ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মোঃ রেজাউল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের প্রকৌশলী মোঃ তাজমুল ইসলাম রিমু প্রমূখ।