মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ মুজিব শতবর্ষ উপলক্ষে আনসার ও গ্রাাম প্রতিরক্ষা বাহিনী’র মহাপরিচালক এর নির্দেশক্রমে এবং বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে প্রতিটি গ্রামে ২টি করে তাল গাছের চারা রোপন এর অংশ হিসেবে এবং বৃক্ষ রোপণকে সামনে রেখে ২২ সেপ্টেম্বর সকালে দিনাজপুর সদর উপজেলার পরিষদ চত্বরে ২টি তাল গাছের চারা রোপন করা হয়।
এ সকল কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মতুর্জা আল-মুঈদ, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন চৌধুরী, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মারিয়া বিনতে আজিজ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ওবায়দুর রহমান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জসীমউদ্দীন, আনসার ও ভিডিপি’র সদর উপজেলা কর্মকর্তা মোঃ আবু সাঈদ, প্রশিক্ষক পলাশ মিয়া প্রমূখ।