মফিজুল ইসলাম, হিলি প্রতিনিধি ॥ দিনাজপুরের হিলি স্থলবন্দরে ঝুকিপুর্ন জনগোষ্টির জন্য অগ্রাধিকার ভিত্তিক এইচ আইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম নিয়ে ড্যাক এর মিটিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে বে-সরকারী সংস্থা লাইট হাউজ কনসোটিয়াম হিলি আউটলেক অফিসে প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন এর সভাপতিত্বে ড্যাক এর মিটিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,বক্তব্য রাখেন ড্যাক সদস্য সচিব লাইট হাউজ আউটলেক ম্যানেজার মোস্তাফিজুর রহমান, আপস আউটলেক ম্যানেজার রবিউল আউয়াল,সাংবাদিক মুরাদ ইমাম কবিরসহ অনেকে।