জিন্নাত হোসেন ॥ জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ-এর ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং স্বাস্থবিধি মেনে স্বল্প পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৩ জুন ২০২১ বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মী বৃন্দ। শ্রদ্ধাঞ্জলি শেষে শহরের সিএসডি খাদ্য গুদাম রোডস্থ জেলা শ্রমিক লীগের দলীয় কার্যালয়ে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আলোচনা সভায় জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, আওয়ামী লীগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আমাদের দেশের ইতিহাসের নিরবচ্ছিন্ন অংশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ ও এ দেশের সাধারণ জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জন করেছে। তবে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেনাবাহিনীর কিছু বিপৎগামী সদস্য বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করলে দেশের অগ্রগতির পথ স্তব্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৯৬ সালে নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করলে দেশের অগ্রগতি ত্বরান্বিত হতে থাকে। তবে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হলে সেই অগ্রযাত্রা পুনরায় থমকে যায়। ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ বিজয় অর্জন করে ক্ষমতায় এসে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন দেশের উন্নয়নের জন্য। তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ পর পর তিনবার ক্ষমতায় এসেছে। শেখ হাসিনার এই নিরলস পরিশ্রমের কারণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক মঞ্জুরুল হাসান সানু, মহিলা সম্পাদিকা হাসিনা বেগম, জেলা মহিলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরিফা বেগম, যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম বকুল প্রমুখ।