মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর প্রতিনিধিঃ চিরিরবন্দরে ২০ পিছ ইয়াবাসহ জামাল উদ্দিন (৪০) ও অপুর্ব (৩০) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
গত ২২ জুলাই বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টায় দক্ষিণ পলাশবাড়ীর বাংলাবাজার এলাকা থেকে চিরিরবন্দর থানার এস আই সুকুমার রায় ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত জামাল উদ্দিন উপজেলার দক্ষিণ পলাশবাড়ী বাংলাবাজার এলাকার মৃত মাহির উদ্দিন এর পুত্র ও অপুর্ব শাহ একই গ্রামের হাজী পাড়ার মোঃ ইউনুস আলীর পুত্র।
থানা সূত্রে জানা গেছে, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসতেছিল, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রিকালে ২০ পিচ ইয়াবা’সহ তাদের হাতেনাতে আটক করেন।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার আটকের সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মাদক আইনে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।